বাসের ধাক্কায় বশেমুরবিপ্রবি শিক্ষক নিহত: চালককে গ্রেফতারের দাবি

পিরোজপুরের নাজিরপুরে বাসের ধাক্কায় বুধবার (১৩ অক্টোবর) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মশিউর রহমান রাজিব (৪০) নিহত হন। সেই বাসের চালকের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
শনিবার (১৬ অক্টোবর) গোপালগঞ্জের ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সকাল ১১টার দিকে এ মানববন্ধন করেন তারা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আমরা চাই, খুনি চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। আমরা নিরব আছি, এটা যেনো কেউ আমাদের দুর্বলতা না ভাবে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী অভি বলেন, আগামী ৩ দিনের মধ্যে যদি ঘাতক চালককে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। প্রয়োজন হলে আমরণ অনশনে বসবো। আমাদের একটাই দাবি, খুনির দৃষ্টান্তমূলক শাস্তি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান বলেন, আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের সহকর্মী হত্যার বিচার না হলে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অবিচার করা হবে।
তিনি আরও বলেন, সড়কের সব ধরনের দুর্বৃত্তদের বিচারের আওতায় আনা হোক। সড়ক নিয়ম-শৃঙ্খলা এবং আইনের মধ্যে চলে আসুক।
বিজ্ঞাপন
১৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে কাজী মসিউর রহমান রাজিব তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে অটোরিকশায় করে পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন।এ সময় নাজিরপুরের কবিরাজবাড়ি এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তিনিসহ তার স্ত্রী-পুত্র ও অটোচালক গুরুতর আহত হন।
সন্ধ্যায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজিবের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর অটোচালক রাকিবের মৃত্যু হয়।
মেহেদী হাসান/ইউএইচ/জেআইএম
বিজ্ঞাপন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ অনার্স-মাস্টার্সে প্রথম হয়েও চাকরির ভাইভাতে ডাক পেলেন না আজমল
- ২ মেডিকেলে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দিলেন শিক্ষার্থীরা
- ৩ সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলতে চাই: ঢাবি উপাচার্য
- ৪ তিন ঘণ্টা দেরি, চবিতে চান্স পেয়েও ভর্তি বাতিল শিক্ষার্থীর
- ৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার