কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৯ মাস পর সশরীরে ক্লাস শুরু হয়েছে। শ্রেণিকক্ষে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (২৭ অক্টোবর) সকাল থেকেই শিক্ষার্থীদের দলে দলে শ্রেণিকক্ষের দিকে আসতে দেখা যায়। শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় স্বাভাবিক শিক্ষা ও কর্ম জীবনে ফেরার প্রত্যাশা তাদের।
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম বলেন, একজন শিক্ষকের কাছে ক্লাসরুমের চেয়ে প্রিয় কোনো স্থান থাকতে পারে না। প্রায় ১৯ মাস পর সশরীরে ক্লাস শুরু করতে পেরেছি আমরা। এখন সময় এগিয়ে যাবার।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিসাদ আহমেদ বলেন, দেড় বছরের বেশি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটের মুখে পড়েছিল। হল খোলার পর ক্লাস-পরীক্ষা শুরু হওয়া আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা দীর্ঘ সেশনজটের কবল থেকে রক্ষা পাবো।
এর আগে, ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক দুটি হলে ওঠেন শিক্ষার্থীরা। প্রশাসন বলছে, শিগগির খুলবে নবনির্মিত বাকি দুটি হল। এরই মধ্যে শুরু হয়েছে হল দুটিতে সংযুক্তির জন্য আবেদন প্রক্রিয়া।
ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরে আসায় ঝুঁকি বেড়েছে করোনা সংক্রমণেরও। এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। বিভাগগুলোর দায়িত্ব হবে নিজেদের শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে তা দেখা।
এসজে/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি