ইবির ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিলেন ১১৪০ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, এ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে আবেদন করেন এক হাজার ৩১৯ ভর্তিচ্ছু। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন এক হাজার ১৪০ জন। বাকি ১৭৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সোলায়মান বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদের বিভাগসূমহ না থাকায় গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আরএইচ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবি প্রেসক্লাবের পুনর্মিলনী শনিবার, বর্ণিল সাজে ক্যাম্পাস
- ২ ‘সি’ ইউনিটে উপস্থিতি ৮৭ শতাংশ, আসনপ্রতি ভর্তিচ্ছু ২৯
- ৩ জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি
- ৪ জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিতদের খালেদার কবর জিয়ারত
- ৫ এককালীন ফি দুবার আদায়, ১৬ লক্ষাধিক টাকা ফেরত পাবে শিক্ষার্থীরা