ইবিতে হিসাব বিজ্ঞান দিবসে বর্ণাঢ্য র্যালি
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে যৌথভাবে র্যালির আয়োজন করে বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ।
সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিনের নেতৃত্বে র্যালিতে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

র্যালিটি বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির কার্যনির্বাহী সদস্য ও বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. জাকির হোসেন র্যালিতে অংশ নেন।
উল্লেখ্য, প্রতি বছর ১০ নবেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। এবছর দেশের আটটি সরকারি বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালিত হচ্ছে। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে ও তরুণদের এ পেশায় আগ্রহী করে তুলতে দিবসটি বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।
আরএইচ/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবি প্রেসক্লাবের পুনর্মিলনী শনিবার, বর্ণিল সাজে ক্যাম্পাস
- ২ ‘সি’ ইউনিটে উপস্থিতি ৮৭ শতাংশ, আসনপ্রতি ভর্তিচ্ছু ২৯
- ৩ জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি
- ৪ জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিতদের খালেদার কবর জিয়ারত
- ৫ এককালীন ফি দুবার আদায়, ১৬ লক্ষাধিক টাকা ফেরত পাবে শিক্ষার্থীরা