ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবির ইংরেজি বিভাগে নতুন সভাপতি মেহের আলী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০১ জানুয়ারি ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মেহের আলী। তিনি সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানার স্থলাভিষিক্ত হলেন। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

শনিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক মেহের আলী বলেন, শিক্ষার্থীদের আদর্শমানের গ্র্যাজুয়েট তৈরি করার লক্ষে কাজ করে যাবো। সবার পরামর্শ ও সহযোগিতায় বিভাগকে সামনে এগিয়ে নিতে চাই।

এসআর/জেআইএম