চিকিৎসক-ওষুধ সংকটে যবিপ্রবির মেডিকেল সেন্টার
ফাইল ছবি
চিকিৎসক সংকটে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডা. এম আর খান মেডিকেল সেন্টার। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী, প্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আছেন মাত্র চারজন চিকিৎসক। এর মধ্যে দীর্ঘদিন ধরে ছুটিতে আছেন চিফ মেডিকেল কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল ও ডা. নুরজাহান। ফলে দুজন দিয়ে কোনোরকম চলছে সেন্টারটি। এছাড়া পাওয়া যায় না ওষুধও।
অন্যদিকে যবিপ্রবির এ মেডিকেল সেন্টারের বিরুদ্ধে শিক-শিক্ষার্থীদের আছে নানান অভিযোগও। তারা জানান, চিকিৎসা সেবা নিতে গিয়ে তারা প্রতিনিয়ত বিপাকে পড়ছেন। এছাড়া তারা পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা সেবা। নেই পর্যাপ্ত পরিমাণ ওষুধ। আছে চিকিৎসকের অভাব। এ অবস্থায় ওষুধও চাইতে গেলেও দেওয়া হয় না।
এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. নুসরাত জামান জাগো নিউজকে বলেন, আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। এক্ষেত্রে আমার অনেক সীমাবদ্ধতা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কিন্তু অর্থনৈতিক কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, এখানে ওষুধ এবং চিকিৎসকের সংকট আছে এটা সত্য। তবে ওষুধ দেওয়াই হয় না এ বিষয়টি ঠিক নয়। আমরা আমাদের পক্ষে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু চেষ্টা করছি।
এসজে/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন
- ২ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৩ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে গণতন্ত্রের বিজয় হয়েছে: সাদিক কায়েম
- ৪ বিএনপিকে সুবিধা দিতে ছলচাতুরির পথ বেছে নিচ্ছে ইসি
- ৫ তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস