৪ বাবুর্চি করোনা আক্রান্ত, বন্ধ রাবির লতিফ হলের ডাইনিং
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের চার বাবুর্চি করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ রয়েছে ডাইনিং। ফলে গত পাঁচদিন ধরে অন্য হলে গিয়ে খাবার খাচ্ছেন লতিফ হলের শিক্ষার্থীরা।
সোমবার (৩১ জানুয়ারি) নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জাগো নিউজকে বলেন, গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রধান ও সহকারী বাবুর্চিসহ চারজনের করোনা শনাক্ত হয়। পরে শিক্ষার্থীদের কথা চিন্তা করে সাময়িকভাবে ডাইনিংয়ে খাবার সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আক্রান্তরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। দু'সপ্তাহ পর তারা আবার টেস্ট করাবেন এবং নেগেটিভ হলে আবারো ডাইনিং খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
এএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি