ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাটল ট্রেনের নিয়মিত শিডিউল চালুর দাবি চবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন জোড়া শাটল ট্রেন। তাই চালু থাকা ট্রেনে গাদাগাদি করে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে ভোগান্তি বেড়েছে দ্বিগুণ।

তাই শাটল ট্রেনের নিয়মিত শিডিউল চালুর দাবিতে প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে চবির রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তারা স্মারকলিপি দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বিধিনিষেধ কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা পুরোদমে চলছে। ফলে বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে নিয়মিত আসা-যাওয়া করতে হয়। অথচ ট্রেনের নিয়মিত শিডিউল চালু না হওয়ায় চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া বিকল্প যানবাহনও প্রয়োজনের তুলনায় অপ্রতুলতা এবং ভাড়া নিয়ে শিক্ষার্থীরা প্রায়ই হয়রানির শিকার হচ্ছেন। যা পরিস্থিতিকে অসহনশীল করে তুলছে।

সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আফরিনা আক্তার তামান্না বলেন, ষোলশহরে ভিড় বেড়ে যাওয়ায় ধাক্কাধাক্কি বেশি হয় যা খুবই বিব্রতকর। বিশেষ করে মেয়েদের দাঁড়িয়ে আসতে সমস্যা হচ্ছে। এছাড়াও ধাক্কাধাক্কিতে অবস্থা আরও খারাপ।

রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওবায়েদুর রহমান আকিব বলেন, শাটলের অভিজ্ঞতা এমন হবে কল্পনাও করিনি। ভেবেছিলাম ভেতরে বসে আসবো। কিন্তু জায়গা না পেয়ে ট্রেনের ছাদে আসতে হয়েছে।

স্মারকলিপি দেওয়ার সময় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা চলছে।

ষোলশহর রেলস্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার জাগো নিউজকে বলেন, বন্ধ শাটল এখনো চালু হয়নি। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

রোকনুজ্জামান/এএইচ/জেআইএম