ছুটি না নিয়েই যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় শিক্ষক, বন্ধ বেতন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইনসেটে অধ্যাপক প্রীতম কুমার দাস
ছুটি না নিয়েই যুক্তরাষ্ট্রে গেলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রীতম কুমার দাস। এ অপরাধে তার বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১০ এপ্রিল) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম ।
তিনি বলেন, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি না নিয়ে এবং মন্ত্রণালয়ের জিও ছাড়াই গোপনে দেশ ছাড়ায় বিধি অনুযায়ী তার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।
পাবিপ্রবির বাংলা বিভাগের সাবেক ডিন ড. এম আব্দুল আলিম জাগো নিউজকে বলেন, ‘শনিবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে মুখে মুখে বিষয়টি শুনেছি।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পাবিপ্রবির সদ্যবিদায়ী উপাচার্য ড. এম রোস্তম আলীর মেয়াদকালে প্রীতম কুমার দাস প্রক্টরের দায়িত্ব পালন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও সৌন্দর্য বর্ধন ও বেঞ্চ নির্মাণে অর্থ আত্মসাৎ, বিজ্ঞাপন দেওয়া কমিটির আহ্বায়ক হিসেবে অনিয়ম, নিজ বিভাগের ল্যাবরেটরির বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে অধ্যাপক প্রীতম কুমার দাসের বিরুদ্ধে।
এ বিষয়ে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, নতুন উপাচার্য যোগদানের পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমিন ইসলাম জুয়েল/এসজে/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি