মোশতাককে ‘শ্রদ্ধা’: রহমত উল্লাহর বক্তব্যে বিব্রত নীল দল
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ
ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় খন্দকার মোশতাককে ‘শ্রদ্ধা’ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির বক্তব্যের ঘটনায় বিব্রত আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে জরুরি সভা শেষে নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি খুনি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দিয়েছেন। সে বিষয়ে নীল দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ২০ এপ্রিল এক জরুরি সভায় মিলিত হয়। সভায় এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হয়।
নীল দল মনে করে, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর বক্তব্য তার একান্ত ব্যক্তিগত, নীল দলের নয়। ড. রহমত উল্লাহর বক্তব্যের ব্যাখ্যা তাকেই দিতে হবে। সভায় অধ্যাপক ড. রহমত উল্লাহর কাছে এ বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি তার অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করেন। পুরো ঘটনার জন্য নীল দল বিব্রত।
এর আগে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর বিতর্কিত বক্তব্যের জন্য শিক্ষক সমিতিও গণমাধ্যমে তাদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়।
এদিকে তার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আল সাদী ভূঁইয়া/বিএ/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি