নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (জাককানবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার নজরুল বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে করা হয়েছে আলোকসজ্জা। আয়োজনের প্রথম পর্ব সোমবার (৯ মে) ও দ্বিতীয় পর্ব বুধবার (১১ মে) অনুষ্ঠিত হবে।

এছাড়া ১১ মে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নজরুল বিশ্ববিদ্যালয়ে আসবেন। তার আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। শিক্ষামন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এসময় আরও উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল ও পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ।
এএইচ/জেআইএম