ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

টানা ৪ বার চ্যাম্পিয়ন ইবির আইন বিভাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২১ জুন ২০২২

টানা চতুর্থবারের মতো আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগ।

মঙ্গলবার (২১ জুন) বঙ্গবন্ধু আন্তঃহল ও আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা ২০২০-এর পুরস্কার বিতরণ অনষ্ঠানে বিভাগের হাতে এ ট্রফি তুলে দেওয়া হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে জিমনেসিয়ামের প্লে গ্রাউন্ডে শারীরিক শিক্ষা বিভাগ এ আয়োজন করে।

ক্রীড়া বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমানের সঞ্চালনায় পুরস্কাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।

এ সময় বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EB-1

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া বিভাগের পরিচালক ড. মোহাম্মাদ সোহেল।

আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় শেখ রাসেল হল এবং রানার্সআপ হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।

আন্তঃবিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আইন বিভাগ। যৌথভাবে রানার্সআপ হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ।

অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি এবং খেলোয়াড়দের পদক ও সনদ দেওয়া হয়।

রুমি নোমান/এসআর/এমএস