ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্রে করে ইবিতে নানা কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৫ জুন ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে নানা কর্মসূচি আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

পরে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি বরে হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানসহ বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

IB-01-(2).jpg

এছাড়াও সকাল ১০টা থেকে সরাসরি সম্প্রচারিত পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রদর্শন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ, পাঁচ শতাধিক শিক্ষার্থী সরাসরি সম্প্রচার অনুষ্ঠান উপভোগ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পদ্মা সেতু আমাদের আঞ্চলিক যোগাযোগ নিশ্চিত করবে। তবে আমি মনে করি এটি শুধু এপার-ওপারকে নয় একদিন সারাবিশ্বের বিভিন্ন দেশকে সংযুক্ত করবে এ সেতু। বাংলাদেশ হয়ে উঠবে কেন্দ্রবিন্দু।

রুমি নোমান/আরএইচ/এমএস