ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে কাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | কুমিল্লা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৬ জুলাই ২০২২

ঈদের ছুটি শেষে রোববার থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক কার্যক্রম। তবে একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী মঙ্গলবার থেকে।

শনিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে এবং আগামী মঙ্গলবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু করবে বিভাগগুলো।’

এর আগে ৩-১৮ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও ১৬ জুলাই পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া ৪-১৪ জুলাই পর্যন্ত আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।

আরএইচ/এমএস