খুবিতে নির্মিত হচ্ছে নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র
খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে এ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
জানা যায়, বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মাণের চুক্তিমূল্য ধরা হয়েছে এক কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকা। চলতি অর্থবছরের মধ্যেই এ নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পরে উপাচার্য নির্মাণাধীন সুলতানা কামাল জিমনেশিয়াম ও দশতলা জয়বাংলা একাডেমিক ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএস/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি