ভালোবাসা দিবসে প্রতিবন্ধী রিকশাচালকের পাশে ছাত্রলীগ
বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিবন্ধী রিকশাচালককে নতুন রিকশা উপহার দিয়ে অনন্য নজির স্থাপন করলো ছাত্রলীগ। সংগঠনটির সাবেক কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী নিজস্ব অর্থায়নে রিকশাটি ক্রয় করেন।
রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের মাধ্যমে রিকশাচালক মো. আব্দুল হান্নানের নিকট রিকশাটি হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গোলাম রাব্বানী জাগো নিউজকে জানান, শাহবাগ থেকে রিকশায় চড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পথে রিকশাচালক হান্নান ভাইয়ের দেখা পাই। দেখলাম যে তিনি বাম হাত দিয়ে রিকশা চালাচ্ছেন এবং অন্য একটি হাত নেই। বিষয়টি দেখে আমার খুবই খারাপ লাগে।
এত কষ্ট করেও কেন রিকশা চালান- তাকে একথা জিজ্ঞেস করতেই বলেন, “মানুষের কাছে হাত পাততে ভালো লাগে না, তাই রিকশা চালাই।” এরপর তার প্রতি মায়া হয় এবং শ্রদ্ধা জন্মে। পরে তাকে রিকশাটি কিনে দেই।
রিকশাচালক মো. আব্দুল হান্নান জাগো নিউজকে বলেন, আজ থেকে ছয় বছর আগে এক দুর্ঘটনায় আমি ডান হাত হারাই। কাজ করতাম ইসলামবাগের একটি পলিথিন কাটার কারখানায়। ২০১০ সালের ওই দুর্ঘটনার পর থেকেই জীবিকার তাগিদে ভাড়া রিকশা চালাই। বিনিময়ে মালিককে দৈনিক ১২০ টাকা করে দেই। একটি হাত না থাকায় সারাদিন রোজগার শেষে ওই পরিমাণ টাকা জমা দেয়া আমার জন্য কঠিন ছিল। নতুন রিকশাটি পাওয়ায় আমার জীবিকা নির্বাহ আরও সহজ হবে।
ছাত্রলীগ নেতা রাব্বানী নতুন রিকশাটির রেজিস্ট্রেশন করে দিয়েছেন বলেও জানান তিনি।
এমএইচ/বিএ