রাবি শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতীকী ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ফারজানা আফরোজ নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে নগরীর শিরোইলের শান্তিবাগ এলাকার একটি বাসায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা মাগুরার মুন্সিপাড়া এলাকার মুন্সি সৈয়দুজ্জামানের মেয়ে।
নগরীর বোয়ালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জাগো নিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের বিভাগের শিক্ষার্থী ফারজানা আফরোজ (ফাতেমা) শিরোইলের শান্তিবাগ এলাকার একটি ফ্লাটে থাকতেন।
দুপুরে পাশের ফ্লাটের এক বাসিন্দা দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে খোঁজ নেয়ার চেষ্টা করেন। এসময় জানালা খুলে ওই শিক্ষার্থীকে ফ্যানের সঙ্গে ওড়না পেটিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তারা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জাগো নিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে বলা হয়েছে।
রাশেদ রিন্টু/এআরএ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভারতীয় হাইকমিশনারকে ফেরত পাঠানোর দাবিতে ঢাবিতে বিক্ষোভ
- ২ প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের
- ৩ ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির দোয়া মাহফিল
- ৪ জাবিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ৫ ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নেবে: ধর্ম উপদেষ্টা