জবির ‘বি’ ইউনিটের শূন্য আসনে সাক্ষাৎকারের তালিকা প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম সেমিস্টারের ‘বি’ ইউনিটের মানবিক, বিজ্ঞান, বাণিজ্য ও অন্যান্য শাখায় আসন খালি থাকা এবং শর্তপূরণ সাপেক্ষে বিভিন্ন বিভাগের ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ‘বি’ ইউনিটের ৭ম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটের মানবিক শাখার অপেক্ষমাণ মেধাক্রম ৫৪০ থেকে ৩১৭০ পর্যন্ত, বিজ্ঞান শাখার অপেক্ষমাণ মেধাক্রম ৩৪৭ থেকে ৯২৬ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখার অপেক্ষমাণ মেধাক্রম ১৭৯ থেকে ৪৮১ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীগণ উক্ত তালিকায় মনোনীত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তালিকাভুক্তদের আগামী ২৯ ফেব্রুয়ারি তারিখ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে আইন অনুষদের ডিন কার্যালয়ের উপস্থিত থাকতে হবে এবং ভর্তির জন্য সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে।
‘বি’ ইউনিটের খালি থাকা আসনে ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের তালিকা ও ‘বি’ ইউনিটের ৭ম মাইগ্রেশন তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।
এসএম/একে/এবিএস