চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সিন্ডিকেট থেকে কলা অনুষদের সাবেক ডিনের পদত্যাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিন্ডিকেট থেকে পদত্যাগ করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মহিবুল আজীজ।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. মহিবুল আজীজ বলেন, ২০১৫ সালে আমি সিন্ডিকেট সদস্য নির্বাচিত হই। আমার মেয়াদ ছিল ২০১৭ সাল পর্যন্ত। দীর্ঘদিন সিন্ডিকেট নির্বাচন হচ্ছে না। মেয়াদ যেহেতু শেষ এমনিতেই আমরা সাবেক। তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি পদত্যাগ করেছি। দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছি।
ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন দুই বছরের জন্য। চবিতে সবশেষ ২০১৫ সালে সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসআর/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি