ঢাকা কমার্স কলেজে বার্ষিক ক্রীড়া-পুরস্কার বিতরণ
আনন্দঘন পরিবেশে ঢাকা কমার্স কলেজের ৩১তম বার্ষিক সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বিইউবিটির ট্রাস্টের চেয়ারম্যান মো. শামসুল হুদা।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আবু মাসুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. ওয়ালী উল্ল্যাহ্। বিভাগ ভিত্তিক বিভিন্ন খেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্যরা।
সবশেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে কলেজের কালচারাল ফোরামের শিক্ষার্থীরা।
ঢাকা কমার্স কলেজ ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৫, ২০১৬ ও ২০১৭-তে জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে। শুধু সেরা কলেজই নয়, ঢাকা অঞ্চলের সেরা ১০টি সরকারি-বেসরকারি কলেজের মধ্যে যেমন প্রথম, তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক-মডেল কলেজ প্রকল্পের ৫টি কলেজের মধ্যেও প্রথম স্থান অর্জন করে এ কলেজ।
এমএইচএম/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি