রাবিতে শেষ হলো বুনোফুল ছবি প্রদর্শনী
‘পদতলে না রেখে বুকে টেনে নিই’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শেষ হলো ১০১টি বুনোফুলের আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনদিনব্যাপী এ আয়োজন শেষ হয়।
গত ২৬ জানুয়ারি আব্দুল খলিল পন্ডিত ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। শেষ দিন প্রদর্শনী পরিদর্শন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

প্রদর্শনীতে স্থান পাওয়া ফুলের মধ্যে ছিল- ঝই ঘাস, শেয়াল কাঁটা, আনকারী, ঝুলি কাঁটা, গন্ধাপূর্ণা, ফোটকা, ফুলকুড়ি, স্বার্পঘাস, ম্রিংমেধা, মাজুস ফুল ইত্যাদি। এছাড়া প্রদর্শনীর আলোকচিত্রে প্রদর্শিত কোনো বুনোফুল কেউ এনে দিতে পারলে তার জন্য পুরস্কারেরও ব্যবস্থা ছিল।
প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোর আলোকচিত্রী মোহনা ইসলাম মুগ্ধ। ২০১৭ সাল থেকে নিজের তোলা ছবি নিয়ে দেশ ও বিদেশের মাটিতে মোট সাতটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।

আব্দুল খলিল পণ্ডিত ফাউন্ডেশনের প্রধান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অব.) নজরুল ইসলাম বলেন, ক্যাম্পাসে এমনও অনেক ফুল রয়েছে যেগুলো সচরাচর দেখা যায় না। ঘাসের মধ্যেও অনেক ফুল রয়েছে যা শিক্ষার্থীরা জানে না। এগুলোকে ক্যামারায় ধারণ করেই আমাদের এ আয়োজন। প্রদর্শনী আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
মনির হোসেন মাহিন/এমআরএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি