চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শিক্ষক সমিতির সভাপতি মুস্তাফিজ, সম্পাদক আবদুল
অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও অধ্যাপক আবদুল হক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক। তারা উভয়ই আওয়ামী ও বামপন্থি শিক্ষকদের সংগঠন হলুদ দল মনোনীত প্রার্থী ছিলেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শিক্ষক সমিতির ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনের পর ভোট গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
এবার বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল নির্বাচনে অংশ না নেওয়ায় মূল লড়াইটা হয় আওয়ামীপন্থি ও তাদের বিদ্রোহীদের মধ্যে। ১১টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন হলুদ দলের সমর্থক ২৪ জন প্রার্থী। হলুদ দল থেকে ১১টি পদে ১১ জনকে মনোনয়ন দেওয়া হলেও বাকি ১৩ জন বিদ্রোহী প্রার্থী হন।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি পদে হলুদ দল থেকে মনোনীত প্রার্থী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ পদে হলুদ থেকে মনোনীত প্রার্থী অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. আলী আরশাদ চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী, হলুদ দল মনোনীত বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, বিদ্রোহী প্রার্থী ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, হলুদ দল মনোনীত মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া, বিদ্রোহী প্রার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হলুদ দল মনোনীত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা।
এমআরআর/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি