ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী সাংবাদিককে হেনস্তা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

পেশাগত দায়িত্ব পালনের সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী সংবাদকর্মী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চারুকলা শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে হঠাৎ ছাত্রলীগ কর্মীরা হামলা করে। এসময় কয়েকজন কর্মী চারুকলা শিক্ষার্থীদের মারধরের জন্য অন্যদিকে নিয়ে যান। এসময় ওই নারী সংবাদকর্মী ভিডিও ধারণ শুরু করলে ছাত্রলীগকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠে। তারা চারদিক থেকে ঘিরে ওই সংবাদকর্মীকে উত্ত্যক্ত করতে থাকেন।

এসময় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ তাকে জেরা শুরু করে ফুটেজ ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করে। এসময় তার সঙ্গে থাকা অপর ছাত্রলীগকর্মীরা তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এমনকি তার হাতে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। এসময় আরটিভির ফটো সাংবাদিকসহ আরও কয়েকজন সাংবাদিক ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন।

আরও পড়ুন: নাগরিক টিভির সাংবাদিক হেনস্তা: পুলিশ সদস্য ক্লোজড

ভুক্তভোগী ওই নারী সাংবাদিক বলেন, ছাত্রলীগকর্মীরা যখন চারুকলার আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দিচ্ছিলেন তখন আমি ফুটেজ নিচ্ছিলাম। এসময় ছাত্রলীগ নেতা মারুফ ইসলাম ও তার অনুসারীরা আমাকে আটকে জেরা শুরু করে। এসময় তারা ভিডিও ডিলিট করার জন্য চাপ দিতে থাকেন। আমি ভিডিও ডিলিট করবো না বলায় তারা আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। তারা আমার মোবাইল ও ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ বলেন, সাংবাদিককে প্রথমে সাধারণ শিক্ষার্থী মনে করেছিলাম। তাই ভিডিও ডিলিট করতে বলি। কিন্তু তিনি যখন সাংবাদিক পরিচয় দিয়েছেন তখন আমরা আর কিছু বলিনি। এমনকি এ কাজের জন্য তার কাছে দুঃখ প্রকাশও করেছি।

চবিসাসের সভাপতির মাহবুব এ রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে এ ধরণের আচরণ কোনোভাবে কাম্য নয়। তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ শাস্তি দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, চারুকলার শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থানের বিষয়ে আগে থেকে আমাদের কিছু জানায়নি। তাই আমরা প্রস্তুত ছিলাম না। ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির সদস্যরা না থাকায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে আমরা আগেও ব্যবস্থা নিয়েছিলাম। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা পুরো ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিবো।

আহমেদ জুনাইদ/আরএইচ/জেআইএম