ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবির ষষ্ঠ সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

ক্যাম্পাস প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:৫২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ষষ্ঠ সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাবির ষষ্ঠ সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২৫ ফেব্রুয়ারি এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এর আগে গত সোমবার (৬ ফেব্রুয়ারি) সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি এবং ফি কমানো দাবিতে নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন সমাবর্তন প্রত্যাশীরা।

মাহবুব সরদার/এমআইএইচএস