ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এই কমিটি ঘোষণা করেন।
এর আগে গত ২০১৪ সালের ৩ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্য বিশিষ্ট কমিটি একটি আংশিক ঘোষণা করেন। সাইফুল ইসলামকে সভাপতি, অমিত কুমার দাসকে সাধারণ সম্পাদক, মিজানুর রহমান মিজু ও ইমদাদুল হক সোহাগকে সহসভাপতি, শাহিনুর রহমান শাহিনকে যুগ্ম-সম্পাদক এবং ফাহিমুর রহমান সেতুকে প্রচার সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হিসেবে নাজমুল হক রানু, আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান লিটন, মহসিন রেজা দিপু, আরব আলী, হাফিজুর রহমান, সনিমা রহমান, মোস্তফা যুবাইর আলম, বিপ্লব কর্মকার, জুয়েল রানা হালিমসহ ২০ জনকে মনোনীত করা হয়েছে।
যুগ্ম-সম্পাদক পদে শামীম হাসান, এস এম রবিউল ইসলাম পলাশ, হাসানুজ্জামান শাওন, আনিছুর রহমান আনিছ, জামিলুর রেজা সেলিম, আতাউর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল নসরুল্লাহ কানক, হাসানুজ্জামান হাসান, আসাদুজ্জামান আসাদসহ মোট আটজন।
গত বছরের ২৩ জুন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই কমিটির অনুমোদন দেন।
এআরএ/এবিএস