ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চবিতে দুই শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ

প্রকাশিত: ১২:২২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

লাইনে দাঁড়াতে বলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে পিটিয়েছেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় লাইনে দাঁড়িয়ে টাকার জমা দেয়ার বিষয় নিয়ে এ ঘটনা ঘটে।

লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে বলায় যাদের পেটানো হয়েছে তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মিজানুর রহমান ও মার্কেটিং বিভাগের ছাত্র সাদ্দাম হোসাইন। তারা দুজনই বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিচ্ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। দুপুরের দিকে রবিন নামে এক ছাত্রলীগ কর্মী পরে এসে আগে টাকা জমা দেয়ার চেষ্টা করেন। লাইনে থাকা সাদ্দাম হোসেন তাকে লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে টাকা জমা দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিন ও আরেক ছাত্রলীগ কর্মী সুরুজ সাদ্দামকে ধমক দেন। সাদ্দাম ঘটনাটি ফোনে তার বন্ধু মিজানুরকে জানালে ঘটনাস্থলে এসে হাজির হন মিজানুর। এরপর রবিন ও সুরুজও আরো বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীকে ঘটনাস্থলে ডেকে পাঠান।

একপর্যায়ে মিজানুর ও সাদ্দামকে শহীদ মিনার এলাকায় নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয়।

যাদের নিয়ে ঘটনার সূত্রপাত সেই রবিন ও সুরুজ ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক পক্ষ সিক্সটি নাইনের কর্মী বলে জানা গেছে।

মারধরের শিকার মিজানুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দিচ্ছি।

জীবন মুছা/এনএফ/পিআর