রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৬ মার্চ পর্যন্ত চলবে সান্ধ্যকালীন এলএলএম কোর্সে ভর্তির আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদে সান্ধ্যকালীন এল এল এম কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত।
এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম ২য় বিভাগ থাকতে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বছর মেয়াদী এল এল এম ভর্তির জন্য আবেদনকারীকে পাবলিক বা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে এল এল বি (অনার্স) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা সনাতন পদ্ধতির ক্ষেত্রে ২য় শ্রেণি থাকতে হবে।
দুই বছর মেয়াদী সান্ধ্যকালীন এল এল এম কোর্সে ভর্তির জন্য আবেদনকারীর এল এল বি (পাস) ডিগ্রি পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৫০ অথবা ২য় শ্রেণি থাকতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর ২য় শ্রেণিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এ শর্ত শিথিলযোগ্য।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস
বিজ্ঞাপন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ
- ২ পারিবারিক কারণ দেখিয়েও রাজনৈতিক বিবেচনায় ভর্তি ছাত্রদল নেতা
- ৩ ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থীদের পরিচিতি সভা
- ৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদযাপন
- ৫ ঢাবির হলে খাওয়ানো হচ্ছে পচা মাছ-মাংস, সত্যতা পেয়েছে সিওয়াইবি