ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ নেত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করবেন ফুলপরী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরী খাতুন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপরীর বাবা আতাউর রহমান।

তিনি বলেন, ‘একটি দৃষ্টান্তমূলক রায় আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি মামলার প্রস্তুতি নিচ্ছি। আজ কুষ্টিয়া আদালতে গিয়েছিলাম। খোঁজ খবর নিয়েছি। বৃহস্পতিবার রায় দেখে বাকি সিদ্ধান্ত নেবো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: অন্তরার নির্দেশে ফুলপরীকে মারধর, বিবস্ত্র করে ভিডিও ধারণ

কুষ্টিয়া আদালতের আইনজীবী সিরাজ প্রমাণিক জাগো নিউজকে বলেলন, ‘সকালে ফুলপরী তার বাবা আতাউর রহমান, ভাই হজরত আলীকে সঙ্গে নিয়ে চেম্বারে আসেন। মামলার কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। তবে মামলার আগে হাইকোর্টের আদেশের বিষয়টিও দেখা হবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্যাতনকারীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, পেপার কাটিংসহ সাক্ষীদের নাম সংগ্রহ করতে বাদী পক্ষের সময় লাগছে।’

আরও পড়ুন: ইবির ঘটনায় প্রভোস্টের অবহেলা-প্রক্টরের উদাসীনতা ছিল

বিজ্ঞাপন

এদিকে মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পৃথক দুটি তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদন উপস্থাপনের পর হাইকোর্ট বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।

এদিকে ছাত্রী নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার চার সহযোগীর আবাসিকতা বাতিল করেছে হল কর্তৃপক্ষ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হল কর্তৃপক্ষের সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দেশরত্ন শেখ হাসিনা হলের হল সংযুক্তি বাতিলের সুপারিশ কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়। অভিযুক্তদের ১ মার্চ দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: ফুলপরীকে নির্যাতনের দুই প্রতিবেদন হাইকোর্টে, আদেশ বুধবার

বিজ্ঞাপন

অন্য অভিযুক্তরা হলেন- ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

রুমি নোমান/এসজে/এমএস

বিজ্ঞাপন