গ্রিনরোডে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত দুজন ঢাকা মেডিকেলে
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন মো. আরিফ (২১) ও মো. রিমেল (২২)। এ দুজন ঢাকা কলেজের শিক্ষার্থী। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের বন্ধু আব্দুস সোবহান বলেন, আরিফ ও রিমেলকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মেরেছে। বাস ভাঙাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। আহত দুজন ঢাকা কলেজ অনার্সের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: নেত্রী সানজিদাসহ অভিযুক্তদের ছাত্রলীগ থেকে বহিষ্কার

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ৯৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর গ্রিনরোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছুড়ে। এতে ওই এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল।

পরে দুপুর আড়াইটার দিকে পুলিশ এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এরপর যান চলাচল শুরু হয়।
কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল ৭ জানুয়ারির মধ্যে
- ২ চবির ভর্তি পরীক্ষায় মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিতে এসে বাবার মৃত্যু
- ৩ চবির ‘ডি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি হার ৯২ শতাংশ
- ৪ ভর্তি পরীক্ষায় এক সিটে তিন শিক্ষার্থী, ডিনের ওপর ক্ষুব্ধ উপাচার্য
- ৫ চবিতে ভর্তিচ্ছু অসুস্থ দুই শিক্ষার্থী পরীক্ষা দিলেন মেডিকেল