ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ববিতে পুলিশিং এবং শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৯:১৮ এএম, ০২ মার্চ ২০১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস কর্ণকাঠীতে পুলিশিং এবং শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক বলেন, ব্রিটিশ শাসনামল থেকে পুলিশ ও জনগণের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়। কিন্তু বাস্তবিক পক্ষে পুলিশ জনগণ একে অপরের পরিপূরক এবং বন্ধু। কারও সঙ্গে দূরত্ব তৈরি না করে সবার সম্মিলিত প্রয়াসে একটি সুন্দর রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে হবে। তাহলেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে।

সেমিনারের আলোচক বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) এস এম আক্ততারুজ্জামান বলেন, পুলিশ জনগণের সহায়ক শক্তি। কিন্তু নানাবিধ কারণে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এর জন্য পর্যাপ্ত জনবলের অভাব, যোগাযোগের অভাব, দূনীতি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় ট্রান্সপোর্টের অভাব দায়ী। এ সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আগামী ২০২১ সালের মধ্যে এ সকল সমস্যা কাটিয়ে উঠতে পারব।

তিনি বলেন, শিক্ষার অভাব, নৈতিক অবক্ষয়, দারিদ্রতা, পরিবার থেকে বিচ্ছিন্নতা, রাজনীতিকরণ দুর্নীতি, পরিচিতি সংকট, পুলিশ-জনগণ দূরত্বসহ নানা আর্থ-সামাজিক কারণে সমাজে অপরাধ তৈরি হয়। আর এসব অপরাধ দমনে পুলিশের ভূমিকার পাশাপাশি শিক্ষার্থীদেরও অবদান রাখতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের নেতৃত্ব সম্পর্কে জানতে হবে। নেতৃত্ব তৈরির গুণাবলি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করতে হবে। কারণ তোমরাই আগামীতে নেতৃত্ব দেবে। এজন্য সব ধরনের ভালো গুণাবলি অর্জনের মাধ্যমে তোমাদের ভালো মানুষ হিসেবে তৈরি হতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষার প্রসারে অত্যন্ত আন্তরিক। সব ধরনের ভায়োলেন্সের বিষয়ে তোমাদের স্বোচ্চার হতে হবে। ক্ষুধা, দারিদ্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান, সকল বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর (ভারপ্রাপ্ত) মো. শফিউল আলম, সহকারী প্রক্টরবৃন্দ ও ৬টি বিভাগের ৪র্থ বর্ষের ৫ জন করে শিক্ষার্থী এ সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনার শেষে উপাচার্য এস এম ইমামুল হক পুলিশ সুপার (এসপি) এসএম আখতারুজ্জামানকে ক্রেস্ট প্রদান করেন।

সাইফ আমীন/এসএস/এমএস