ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও ৩ জনের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১৩ মার্চ ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৬ জন পদত্যাগের একদিন পর নতুন করে আরও তিনজন তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল), অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট ড. সুমন বড়ুয়া এবং সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব। পদত্যাগের কারণ হিসেবে সবাই ‘ব্যক্তিগত বিষয়’ উল্লেখ করেছেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ

এর আগে রোববার (১২ মার্চ) ১৮টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন ১৬ জন। এর মধ্যে প্রক্টরসহ ছয়জন সহকারী প্রক্টর ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ জাগো নিউজকে বলেন, ‘চারটি প্রশাসনিক পদ থেকে তিনজন পদত্যাগ করেছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।’

পদত্যাগ করা সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব জাগো নিউজকে বলেন, ‘অন্যদের পদত্যাগের কারণ জানি না। তবে আমি আদর্শিক জায়গা থেকে পদত্যাগ করেছি।’

আরও পড়ুন: ১৬ জনের পদত্যাগের নেপথ্যে উপাচার্য-প্রক্টর দ্বন্দ্ব!

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট ড. সুমন বড়ুয়া জাগো নিউজকে বলেন, ‘কাউকে দেখা বা কারও প্ররোচনায় পদত্যাগের সিদ্ধান্ত আমি নেইনি। আমি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছি। সেখানে গবেষণানির্ভর কাজে অনেক সময় ব্যয় করতে হয়। যেহেতু প্রভোস্টের দায়িত্ব যে কেউ পালন করতে পারবেন তাই নিজের বিভাগে আরও ভালোভাবে সময় দেওয়ার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

পদত্যাগের কারণ জানতে ড. মোহাম্মদ সাইদুল ইসলামকে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রবি ও সোমবার মিলে মোট ১৯ জন বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। এর আগে গত ৭ মার্চ সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম লিজা পদত্যাগ করেন।

এসআর/এমএস