শাবিপ্রবির প্রশাসনিক পদে নতুন চার মুখ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন দুই সহকারী প্রক্টর ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে নতুন দুই সহকারী প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার (প্রশাসন) মো. ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টর হিসেবে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান খাঁন প্রিন্সকে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া সুলতানা ও সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহনাজ ইসলাম সোনিয়াকে বেগমকে ফজিলাতুন্নেসা মুজিব হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নাঈম আহমদ শুভ/এএইচ/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি