ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবিতে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার শুরু সোমবার

প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৩ মার্চ ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ভর্তির জন্য নির্বাচিতদের সাক্ষাৎকার আগামী ৭ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে।

সকাল দশটা থেকে জাবির রেজিস্টার ভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মোহাম্মদ আলী।

তিনি জানান, নির্বাচিতদের প্রয়োজনীয় সনদপত্র সঙ্গে আনতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

হাফিজুর রহমান/এএইচ/আরআইপি