ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবির অর্থনীতি বিভাগের ৯ম পুনর্মিলনী আজ

প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৩ মার্চ ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপি ‘৯ম প্রাক্তন শিক্ষার্থী সম্মিলনী’ আজ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ ও ক্যাফেটেরিয়া চত্বরে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. নুরুল হক এ তথ্য জানান।
 
তিনি জানান, সকাল সাড়ে ৯টায় সমাজবিজ্ঞান অনুষদের থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের উপস্থিত থাকবেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এ কে এম শহীদুর রহমান জানান, ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে পুনর্মিলনী হবে বলে আশা করছি। তাছাড়া অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এদিন অনুষ্ঠিত হবে। যেখানে নতুন করে আগামী বছরের জন্য কমিটি গঠন করা হবে।’
 
অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন, র‌্যালি, অ্যাসোসিয়েশনের সম্মিলনী’র বার্ষিক সাধারণ সভা, নির্বাচনী অধিবেশন, স্মৃতিচারণ ও র‌্যাফেল ড্র। এছাড়া বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সেলিম আল দীন মুক্তমঞ্চে পরিবেশিত হবে।

হাফিজুর রহমান/এসকেডি