ঢাবিতে বাঁধনের ইফতার

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনটির কয়েকশ কর্মী ইফতারে অংশ নেন।
শুক্রবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, আমি এটুকু বুঝি আল্লাহ হিসাব নেবেন। বাঁধনের ভালো কাজগুলো এগিয়ে যাক। সারাদেশে তাদের কাজগুলো ছড়িয়ে গেছে। বাঁধন যেই মানবসেবা করে যাচ্ছে সেটি অত্যন্ত মহৎ কাজ।
বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ও বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান রকীব আহমেদ বলেন, আমরা যেন আরও মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। আজকের দিনে এটাই কামনা করছি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধনের সভাপতি মো. ইউসুফ হোসেন বলেন, রমজান মাসের পবিত্রতা ছড়িয়ে পড়ুক। বাঁধনের মাধ্যমে মানবসেবার কাজ আরও ছড়িয়ে পড়ুক সেই কামনাই করছি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধনের সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন- বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা চৌধুরী সাইফুন্নবী সাগর, এস এম কোরবান আলী, মো. হামিমুর রশীদ হিমু, মেহেদী হাসান শিশির, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. নাহিদুজ্জামান প্রমুখ।
বিজ্ঞাপন
আরএসএম/কেএসআর/এএসএম
বিজ্ঞাপন