ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবির আইটি সোসাইটির সভাপতি শুভ, সম্পাদক শান্ত

প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৫ মার্চ ২০১৬

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সালমান সিদ্দিকী শুভকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের শান্ত আমজাদকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইটি সোসাইটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) পদে ইয়াসির আরাফাত শাফি, সহ-সভাপতি (প্রশিক্ষণ) তৃষ্ণা, সহ-সভাপতি (অনুষ্ঠান) নওরীন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আই,আই,টি বিভাগের হামজা ও বিপ্লব, আইবিএ ইনস্টিটিউটের আরিফ, সিএসই বিভাগের রিফাত মনোনীত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন আইন ও বিচার বিভাগের প্রণয়, গনিত বিভাগের আসিফ ও লোক প্রশাসন বিভাগের মামুন।
 
প্রধান পৃষ্ঠপোষক মনোনীত হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং মডারেটর মো. ফজলুল করিম পাটোওয়ারী মনোনীত হন।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন, উপ-উপচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল খায়ের, কম্পিউটার সায়েন্স বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শরিফ উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক মো. শাহেদুর রশিদ, কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ মোজাহিদুল ইসলাম।

সংগঠনটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন; ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তানজীল, ছাত্রকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অরচিতা, প্রচার সম্পাদক সায়েদ, প্রচার সহ-সম্পাদক শিপু, সাংস্কৃতিক সম্পাদক সেতু, সাংস্কৃতিক সহ-সম্পাদক ইশা, প্রশাসন সম্পাদক ফিরোজ, প্রশাসন সহ-সম্পাদক অঙ্কিত, প্রশিক্ষণ সম্পাদক হাসান, প্রশিক্ষণ সহ-সম্পাদক রুপম, প্রকাশনা সম্পাদক রুকাইয়া প্রমুখ।

হাফিজুর রহমান/এসকেডি