ভর্তিযুদ্ধ
রাবিতে অংশ নিচ্ছে ঢাবির সাড়ে ১৩ হাজার ভর্তিচ্ছু
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ১৩ হাজার ৫০৪ ভর্তিচ্ছু। শুক্রবার (১২ মে) বেলা ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল আলম জানান, বেলা ১১টা থেকে সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে।
এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাবি ক্যাম্পাসে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন সংগঠনের কর্মীরা কাজ করছে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে। ওদিকে ভবনের প্রধান ফটকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। এছাড়াও যানজট নিরসনে রাবি প্রশাসন যানবাহনের ওপর দিয়েছে নিষেধাজ্ঞা।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর ফটকে ভর্তিচ্ছু ও অভিভাবকদের উপস্থিতি বাড়তে থাকে। ভর্তিচ্ছুরা লাইনে দাঁড়িয়ে করে কেন্দ্রে প্রবেশ করেছেন। প্রত্যেককে তল্লাশি করে সঙ্গে থাকা প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে ভর্তিযুদ্ধ শুরু
নওগাঁ থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা মোজাম জানান, গতকাল রাজশাহীতে এসেছি। ভেবেছিলাম অনেক ঝামেলা পোহাতে হবে। তবে পরীক্ষা কেন্দ্রে আসতে কোনো সমস্যা হয়নি। ক্যাম্পাসে এসে প্রথমে ভবন চিনতে ছিলাম না। পরে রাস্তায় বিএনসিসির এক ভাই আমাকে সহযোগিতা করেছেন।
ঝিনাইদহ থেকে ভর্তি পরীক্ষা দিতে ছোট বোনকে নিয়ে এসেছেন মো. মাহফুজুর রহমান জানান, ক্যাম্পাসের নিয়ম-কানুন দেখে ভালো লাগছে। প্রতিটা মোড়ে রোভার স্কাউটসের সদস্যরা যেভাবে আমাদের সহযোগিতা করছে সেটাও অনেক স্বস্তি দিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা প্রক্টর অফিস সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। যানবাহনের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করে যাচ্ছে। এছাড়াও ক্যাম্পাসে খাবারের দাম বা অটোরিকশা ভাড়া বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মনির হোসেন মাহি/আরএইচ/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না, এই সন্তুষ্টি নিয়ে তারা ঘুমাক
- ২ ঢাবিতে আওয়ামীপন্থি চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া শুরু
- ৩ শেখ পরিবারের নামে থাকা ঢাবির ৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত
- ৪ জকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে: ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী
- ৫ চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৩৪ শতাংশ