ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে সঙ্গীত বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত: ১০:২৫ এএম, ১০ মার্চ ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী সঙ্গীত বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলন শুরু হতে যাচ্ছে ১৬ মার্চ। প্রাচ্য ও প্রাশ্চত্যে সঙ্গীতের সুরোৎসারিত ভাবের ঐক্য অন্বেষণ করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সভাপতি ড. অসিত রায়।

ড. অসিত রায় বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের দুইজন এবং ভারতের পাঁচজন শিল্পী ও শিক্ষক উপস্থিত থকবেন। এছাড়া দেশের স্বনামধন্য সঙ্গীত ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিল্পী ও শিক্ষকগণও উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার দুপুর ১টায় সঙ্গীত বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ১৬ মার্চ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রবীন্দ্র ভরতী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও কিংবদন্তী সঙ্গীতাচার্য্য অমিয়রঞ্জন বন্দোপাধ্যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন রাজশাহীতে নিয্ক্তু ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন।

প্রথম দিনে ১২টায় ‘ইমবোডিমেন্ট অ্যান্ড এম্বিভ্যালেন্স : ইমোশন ইন সাউথ এশিয়া মুহাররম ড্রমিং’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড কেন্ট উল্ফ। এ সেমিনারে আলোচক থাকবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. ঋত্বিক সান্যাল এবং যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পিয়ানো বাদক মি. জন থর্প।

দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক রিচার্ড কেন্ট উলফ ক্ষেত্র সমীক্ষাভিত্তিক একটি লেকচার ডেমনেস্ট্রেশন উপস্থাপন করবেন। সাড়ে চার টায় সঙ্গীত পরিবেশন করবেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিল্পীবৃন্দ আলমগীর পারভেজ, অধ্যাপক অসিত রায় এবং অমিয়রঞ্জন বন্দোপাধ্যায়।

অসিত রায় বলেন, দ্বিতীয় দিনে ১৭ মার্চ সকাল ১০টায় ‘বাঙ্গালির আত্মপরিচয় : রাগ সঙ্গীত’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক ড. কৃষ্ণপদ মন্ডল। এ সেমিনারে বাংলাদেশের স্বনামধন্য গীতিকার, সুরকার ও গবেষক আজাদ রহমানের সভাপতিত্বে আলোচক থাকবেন অধ্যাপক করুণাময় গোস্বামী ও অধ্যাপক ঋত্বিক সান্যাল। দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে সঙ্গীত পরিবেশনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ। দিনের সবশেষ পরিবেশনা থাকবে শতাব্দি আচার্যের গৌড়িয় নৃত্য।

তৃতীয় দিনের প্রথম অধিবেশনে ‘ইন্ডিয়ান রাগা অ্যান্ড ওয়েস্টার্ন আর্ট মিউজিক : দ্যা মিউজিক অব এস্থেটিক ভিউ পয়েন্ট’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. ঋত্বিক সান্যাল। এ সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিউজিক অ্যান্ড ড্রামাটিক বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে ড. করুণাময় গোস্বামী, আজাদ রহমান, অধ্যাপক ড. অসিত রায়। এরপর দ্বিতীয় অধিবেশনে সঙ্গীত পরিবেশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ। অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে দেশের প্রবীন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ও সম্প্রতি ২১ শে পদকপ্রাপ্ত অমরেশ রায় চৌধুরীর সঙ্গীত উপস্থাপনের মধ্য দিয়ে।

তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫০০ টাকা, বহিরাগতদের ১০০০ টাকা এবং অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৮০০ টাকা ফি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফরম সঙ্গীত বিভাগের অফিস কক্ষে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ru.ac.bd) এ পাওয়া যাবে। তবে দর্শক হিসেবে উপস্থিত হতে সকলের জন্য সেমিনারগুলো উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কৃষ্ণপদ মন্ডল, সহকারী অধ্যাপক শায়লা তাসমিন, সনজিদা মইদ, ড. দীনবন্ধু পাল, সলোক হোসেন প্রমুখ।

রাশেদ রিন্টু/এফএ/এবিএস