ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু ৩ জুন
ফাইল ছবি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। এ সময়ে আবাসিক হল খোলা থাকবে। যথারীতি চালু থাকবে জরুরি সেবা।
বৃহস্পতিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, আগামী ৩ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। চলবে ১২ জুন পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ১২ জুন অফিস খুলবে। ছুটি চলাকালীন জরুরি সেবা চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ক্যাম্পাস বন্ধ থাকাকালীন আবাসিক হল যথারীতি খোলা থাকবে। হলের সব সুবিধা ও জরুরি সেবা অব্যাহত থাকবে।
রুমি নোমান/এসআর/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি