ইসলামী বিশ্ববিদ্যালয়
‘এ’ ইউনিটের পরীক্ষায় উপস্থিত ৯৭ শতাংশ

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় চার হাজার ৭৫০ পরীক্ষার্থী অংশ নেন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৯৭ শতাংশ। এর আগে গত ২০ মে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ছয় হাজার ৭৬৭ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৮.৭৮ শতাংশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে, স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানসহ সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরীক্ষা চলাকালে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমাণ আদালত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, সুষ্ঠুভাবে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো অপ্রিতিকর কিছু নজরে আসেনি। গুচ্ছের বাইরে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র আরেকটি পরীক্ষা বাকি আছে। আশা করি সেটিও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
রুমি নোমান/এএইচ/এএসএম
বিজ্ঞাপন