গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৩.৩৫ শতাংশ

গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৪৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ফল প্রকাশিত হয়।
গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন এক লাখ ৫৭ হাজার ৬২৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ জন শিক্ষার্থী। তারা ৩০ নম্বরের বেশি পেয়ে পাস করেছেন। সেই হিসাবে পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। ফেল করেছেন ৮৯ হাজার ২১২ জন। অর্থাৎ ফেল করেছে ৫৬ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ৮৮ জনের উত্তরপত্র বাতিল হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৮৬ দশমিক ৬০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন শাহরিয়ার আলম পাটোয়ারী। তিনি সিলেটের স্কলার্সহোমের শিক্ষার্থী। এছাড়া ৮৫ নম্বরের বেশি পেয়েছেন আরও পাঁচজন। ৮০ নম্বরের ওপরে ৪০ জন, ৭৫ নম্বরের ওপরে ১৮৫ জন, ৭০ নম্বরের ওপরে ৫৬১ জন, ৬৫ নম্বরের ওপরে এক হাজার ৪৭৭ জন শিক্ষার্থী। ৬০ নম্বরের ওপরে ৩ হাজার ৭২৯ জন, ৫৫ নম্বরের বেশি পেয়েছেন ৭ হাজার ৯১০ জন, ৫০ নম্বরের বেশি পেয়েছেন ১৪ হাজার ৬৭১ জন, ৪৫ নম্বরের বেশি পেয়েছেন ২৪ হাজার ৩২২ জন।
গত ৩ জুন দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এক লাখ ৫৭ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নাঈম আহমদ শুভ/এএএইচ
বিজ্ঞাপন
বেরোবি থেকে বরখাস্ত যৌতুক মামলায় কারাবন্দি আরিফুল

স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় বেরোবি রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীর সই করা অফিস আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।
আরও পড়ুন: যৌতুক মামলায় বেরোবি কর্মকর্তা কারাগারে
অফিস আদেশে বলা হয়েছে, স্ত্রীর করা মামলায় পুলিশের হাতে আটক হওয়ায় আপনাকে সরকারি চাকরি আইন-২০১৮ এর উল্লেখিত বিধান অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ সময় আপনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
সোমবার কোতোয়ালি থানায় আরিফুল ইসলামের বিরুদ্ধে তার স্ত্রীর যৌতুক আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
এসজে/এএসএম
রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ: পাসের হার ৫০.৮২ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার গড়ে ৫০.৮২%। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন।
৫৬০ জন পরীক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। পরীক্ষার ৮ দিন পর ফলাফল প্রকাশ করা হলো বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় ‘বি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছুক্ষণ আগেই ব্যবসা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ১৬ হাজার ৯০৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৪ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। পাস করেছেন ৭ হাজার ৩২১ জন। পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮০।
তিনি আরও বলেন, বাণিজ্য গ্রুপে ৫০ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অবাণিজ্যে পাস করেছেন ৩৫ দশমিক ১৯ শতাংশ। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রোল দিয়ে ফলাফল জানতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd থেকে দেখা যাবে।
মনির হোসেন মাহিন/এফএ/এএসএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়
পর্যাপ্ত ক্লাসের দাবিতে মাস্টার্স শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পর্যাপ্ত ক্লাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ জুন) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলাভবনে বিভাগটির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, পর্যাপ্ত ক্লাস না হওয়ায় বিভাগের অধিকাংশ শিক্ষার্থী ডিস-কলেজিয়েট ও নন-কলেজিয়েট হয়েছেন। বিভাগটিতে প্রায় ১১০ জন শিক্ষার্থী আছেন। মাস্টার্সের ছয়টি কোর্সের প্রতিটিতে ৩০টি ক্লাস হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত ক্লাস নেননি শিক্ষকরা। কোনো শিক্ষকই ৩০টি ক্লাস পূর্ণ করতে পারেননি বলে শিক্ষার্থীদের অভিযোগ। অধিকাংশ শিক্ষকই ২০টিরও কম ক্লাস নিয়েছেন বলে জানা গেছে।
বিভাগের ১১০ শিক্ষার্থীর মধ্যে ডিস-কলেজিয়েট শিক্ষার্থীর সংখ্যা ৪৮ জন, নন-কলেজিয়েট শিক্ষার্থী ৩৬ জন এবং পরিপূর্ণ ক্লাস তথা কলেজিয়েট হয়েছেন মাত্র ১৪ জন শিক্ষার্থী। আর বিভাগের অ্যাকাডেমিক সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিস-কলেজিয়েট শিক্ষার্থীরা মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবেন না। এ বিষয়ে বিভাগের সভাপতির সঙ্গে দেখা করেও কোনোরকম আশ্বাস না পেয়েই আন্দোলনে বসেন তারা।
শিক্ষার্থীদের দাবি, পর্যাপ্ত ক্লাস হলে তাদের সবারই কলেজিয়েট আসবে এবং তারা চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবেন। তাই পর্যাপ্ত ক্লাস নেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে বসেন তারা। পর্যাপ্ত ক্লাস না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এনামুল হোসাইন বলেন, আমাদের প্রতিটি কোর্সের পর্যাপ্ত ক্লাস হয়নি। কিছু সমস্যার কারণে আমরাও কিছু ক্লাস করতে পারিনি। মাস্টার্সের ফরম পূরণ করতে গিয়ে দেখি আমাদের অনেকরই নন-কলেজিয়েট আসছে। পর্যাপ্ত ক্লাস হলে আমরা কলেজিয়েট হয়েই পরীক্ষা দিতে পারবো। তাই পর্যাপ্ত ক্লাসের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
ইমরান হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা ৪৮ জন শিক্ষার্থী ডিস-কলেজিয়েট হয়েছি। পর্যাপ্ত পরিমাণে ক্লাস না হওয়ায় আমরা সবাই ডিস-কলেজিয়েট হয়েছি। পর্যাপ্ত ক্লাস হলে আমাদের কলেজিয়েট আসবে। পর্যাপ্ত ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে আমরা এখানে এসেছি। পর্যাপ্ত ক্লাস না হলে আমাদের আন্দোলন চলবে।
কলেজিয়েট হয়েও বন্ধুদের ছাড়া পরীক্ষা দেবেন না রেদোয়ানুল ইসলাম। তিনি বলেন, আমি কলেজিয়েট হয়েছি তবুও বন্ধুদের ছাড়া পরীক্ষা দেবো না। তাই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ-উজ-জামান বলেন, শিক্ষার্থীরা অনেকেই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এ ফরমগুলো আজকে অ্যাকাডেমিক সভায় উত্থাপন করা হয়। যারা ডিস-কলেজিয়েট তারা পরীক্ষায় বসতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাকাডেমিক সভার সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা আমার নেই।
পর্যাপ্ত ক্লাস হয়নি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক শিক্ষক শিক্ষার্থী না পেয়ে ক্লাস থেকে ফিরে এসেছেন। শিক্ষার্থীরা বলেছেন, ক্লাস না করেও পরীক্ষা দেওয়া যায়। এজন্যই পর্যাপ্ত ক্লাস হয়নি।
মনির হোসেন মাহিন/এমআরআর/এএসএম
ইসলামী বিশ্ববিদ্যালয়
ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম বিপ্লব হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট অংশগ্রহণকারী ২ হাজার ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬০৮ জন পাস করেছেন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৮০ শতাংশ।
এদিকে এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বিপ্লব হোসেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাবর আলীর ছেলে। তার রোল নম্বর ডি-১৯৫৭। বিপ্লব দামুড়হুদা ডি এস দাখিল মাদরাসা থেকে মাধ্যমিক (দাখিল) ও বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসা থেকে উচ্চমাধ্যমিক (আলিম) শেষ করছেন। উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন বিপ্লব।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও আরবি ভাষা সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুত্তালিব বলেন, মোট ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ হয়েছে। মোট তিনটি তালিকা প্রকাশ হয়। এর মধ্যে তৃতীয় মেধাতালিকার সর্বনিম্ন নম্বর ৭১.৪০ (জিপিএ সহ)। এবারে ২০১১ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ১৬০৮ জন পাস করেছেন। তাদের সাক্ষাৎকার ও ভর্তির সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
ভর্তির পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
রুমি নোমান/এসজে/এএসএম
যৌতুক মামলায় বেরোবি কর্মকর্তা কারাগারে

স্ত্রীর করা যৌতুক মামলায় গ্রেফতার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম (৪০)। মঙ্গলবার (৬ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, আরিফুল ইসলামের সঙ্গে লায়লা আরজুমান বানুর বিয়ে হয়। বিয়ের পর আরিফুল মোছা. আরিফা জামান মনির প্ররোচনায় লায়লার বাবার বাড়ি থেকে যৌতুকের ৫০ লাখ টাকা অনতে বলেন। সেই টাকা না আনায় লায়লাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ জাগো নিউজকে বলেন, ওই কর্মকর্তার স্ত্রী থানায় মামলা করেছিলেন। সে মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তার কাছে এমন কোনো তথ্য নেই বলেছেন।
এসজে/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবিতে শিবিরের উদ্যোগে ছাত্রীদের ৫ হলে ওয়াটার ডিসপেনসার স্থাপন
- ২ নজরুলের সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়
- ৩ ঢাবি ভিসির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড, চাওয়া হচ্ছে টাকা
- ৪ উপাচার্যের আশ্বাসে ৪ দিন পর অনশন ভাঙলেন তিন শিক্ষার্থী
- ৫ সাম্য হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করার তাগিদ ঢাবি প্রশাসনের