ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শিক্ষকদের মানোন্নয়নে শেকৃবিতে কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৯ জুন ২০২৩

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এবং বাংলাদেশ শিক্ষাবিজ্ঞান ফোরামের সহযোগিতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদ। সোমবার (১৯ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের এএসভিএম সেমিনার কক্ষে তিন দিনব্যাপী এ শিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়।

এএসভিএম অনুষদের শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠদান পদ্ধতির মানোন্নয়ন, বাস্তবমুখী ও সমস্যানির্ভর শিক্ষাদানের কৌশল শেখানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের অধিক যোগ্য করে তুলবে এবং পশু চিকিৎসায় আরও সঠিকভাবে রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষদীয় ডিন অধ্যাপক কে বি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অলোক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা বিজ্ঞান ফোরামের প্যানেলভুক্ত প্রশিক্ষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক পূর্বা ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধ্যাপক দিবেন্দু বিশ্বাস এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) এম এ হান্নান। প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি অধ্যাপক মো. মাহমুদুল হাসান শিকদার।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, এ কর্মশালা বিশ্ববিদ্যালয় ভিত্তিক কার্যক্রমের অংশ। প্রত্যেক শিক্ষকের ভালো শিক্ষক হতে হলে দুটি বিষয় আবশ্যক। তা হচ্ছে একাডেমিক জ্ঞান এবং ছাত্রদের সঙ্গে যোগাযোগের দক্ষতা। যোগাযোগে দক্ষতা বৃদ্ধি করতেই আমাদের এ কর্মশালা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক অলোক কুমার পাল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ভালো মানের কোনো ট্রেনিং হয় না। আমরা শিক্ষক হওয়ার পর শিখেছি আমাদের বয়ঃজ্যোষ্ঠ শিক্ষকের কাছ থেকে। শিক্ষক হিসেবে নিয়োগের পরেই কর্মশালার মাধ্যমে যোগ্য করা হলে শিক্ষার্থীরা আমাদের থেকে আরও বেশি শিখতে পারত। আমরা অনেকেই দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি না। আমরা ক্লাসে দেরি করে যায় আবার কেও কেও প্রাকটিক্যাল গ্রুপের অধিকাংশ ছাত্রকে অধিক নম্বর দিয়ে প্লাস দিয়ে দিচ্ছি। সর্ব বিষয়েই শিক্ষককে শিক্ষা অর্জন করতে হবে।

তাসনিম আহমেদ তানিম/এমআইএইচএস/এএসএম