খ্যাতিমান ব্যক্তিদের নামে ববির ৩টি স্থাপনা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩টি স্থাপনা তিন খ্যাতিমান ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সিন্ডিকেট সভায় নামকরণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, উপাচার্য মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হকের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর নাম সাবেক মন্ত্রী শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নামে নামকরণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একইসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল এর নামে নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠার দীর্ঘ ৫ বছর পর দক্ষিণাঞ্চলের খ্যাতিমান ব্যক্তিদের নামে এই প্রথম কোনো স্থাপনার নামকরণের উদ্যোগ গ্রহণ করা হলো।
সাইফ আমীন/এফএ/এমএস