ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

পিপলস ইউনিভার্সিটিতে সমাজকর্ম দিবস উদযাপন

প্রকাশিত: ০২:২০ পিএম, ১৫ মার্চ ২০১৬

পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব সমাজকর্ম দিবস। এবারের দিবসের স্লোগান ছিল ‘Promoting the Dignity and Worth of Peoples’। দিবসটি উপলক্ষে সোমবার বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।

সেমিনারের প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. প্রফুল্ল চন্দ্র সরকার। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও অনুষ্ঠানের আয়োজক মো. হাবিবুর রহমান।

আলোচনায় অংশ নেন হেবিটেট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল কান্ট্রি ডিরেক্টর জন আর্মষ্ট্রং, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মোফাক্কের, এসিড সারভাইভারস্ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা হোসেন এবং এ্যনজেন্ডার হেলথ্রে প্রধান নির্বাহী ডা: ফয়ছল জামিল। বিজ্ঞপ্তি।

এআরএস/আরআইপি