বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ঢাবির নানা কর্মসূচি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ১৭ মার্চ (বৃহস্পতিবার)। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৭টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল সাড়ে ১০টায় টিএসসিতে আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীত বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া কর্মসূচির মধ্যে আরো রয়েছে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ আবাসিক হল/হোস্টেলসমূহের মসজিদ/উপাসনালয়ে দোয়া/প্রার্থনা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ।
এদিকে বুধবার রাত ১২ টা ১ মিনিটে জন্মদিনের প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রয়েছে বিশেষ আয়োজন। এতে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
চিত্রাঙ্কণ প্রতিযোগিতা
এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চারুকলা অনুষদের আয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। এতে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, নীলক্ষেত উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকাসমূহের শিশুরা অংশগ্রহণ করতে পারবে। মোট তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এমএইচ/এমএমজেড/একে/পিআর