যবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন ড. আনিছুর রহমান
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান।
শনিবার (১৫ জুলাই) সকালে তিনি কোষাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ১৩ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে তার নিয়োগ সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন।
আরও পড়ুন: আন্দোলন চালিয়ে যাবেন যবিপ্রবি শিক্ষার্থীরা
আনুষ্ঠানিকভাবে যোগদানের পর অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এরপর নবনিযুক্ত কোষাধ্যক্ষ যবিপ্রবি পরিবারের সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল থেকেও নবনিযুক্ত কোষাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দুপুরে যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠনও অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
মিলন রহমান/জেএস/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি