ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবির ছাত্রলীগ নেতাকে হুমকি

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৬ মার্চ ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মিজানুর রহমান রানা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার বিকেলে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেতা।

থানার ডিউটি অফিসার এএসআই আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ছাত্রলীগ নেতার নাম আখতারুল ইসলাম আসিফ। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

জিডি সূত্র জানায়, বুধবার দুপুর ২টা ৪৮ মিনিটে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান রানার মোবাইল নম্বর থেকে আসিফের মোবাইল নম্বরে ক্ষুদেবার্তা পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা আখতারুল ইসলাম আসিফ বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমাকে হুমকি দিয়েছে সাবেক সভাপতি রানা।

এর আগে গত ১৬ জানুয়ারি মিজানুর রহমান রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

রাশেদ রিন্টু/ এমএএস/এবিএস