ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বঙ্গবন্ধুর আত্মাকে শান্তি দিতে দেশের উন্নয়ন করতে হবে

প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৭ মার্চ ২০১৬

সেক্টর কমান্ডার্স ফোরাম ‘মুক্তিযুদ্ধ’ ৭১ এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম বলেছেন, “আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আত্মা আমাদের সঙ্গে আছেন। যদি বঙ্গবন্ধুর আত্মাকে শান্তি দিতে হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন করতে হবে।”

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সেক্টর কমান্ডার্স ফোরামের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কে এম শফিউল্লাহ বলেন, “আজ আমরা যে দেশটাতে বসবাস করছি, এটাই বঙ্গবন্ধু। তিনি এদেশে জন্মগ্রহণ না করলে হয়তো আজও আমাদের পাকিস্তানিদের হাতে শোষিত হতে হত। তিনি নেই কিন্তু তাঁর আত্মা আমাদের সঙ্গে আছেন।”

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গতকাল বাংলাদেশ জিততে পারেনি, তাতে কি? আমরা ভালো খেলেছি। আগামীতে পাকিস্তানের সঙ্গে জিতবে বাংলাদেশের টাইগাররা।

সংগঠনের সহ-সভাপতি লে কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী বলেন, ৭ মার্চের ঐতিহাসিক বক্তব্যই আমাদের অস্ত্র ধরতে সাহস যুগিয়েছিল। যদি সেদিন বঙ্গবন্ধুর আহ্বানে অস্ত্র না ধরতাম তাহলে আজ বাংলাদেশ স্বাধীন হত না।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহীদ, সংগঠনের সহ-সভাপতি ম হামিদ, মহাসচিব হারুন হাবীব, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী প্রমুখ।

এর আগে সকাল ১১টায় শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। আলোচনা সভা শেষে দুপুর ১২টা ৫২ মিনিটে ছিন্নমূল শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা হয় এবং ১২টা ৫৬ মিনিটে শিশু-কিশোরদের হাতে লাল সবুজের পতাকা দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।

এমএইচ/আরএস/পিআর