ঢাকা কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
ঢাকা কলেজে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে চিত্রাংকন, আনন্দর্যালি, বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাতের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচচ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন। দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহসহ কলেজের প্রতিটি বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিএনসিসি, স্কাউটও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যালিটি ক্যাম্পাসের শহীদ মিনার চত্ত্বর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো, সোহরাব হোসাইন।
এনএম/এসকেডি/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাবির হল সংসদের ফান্ড-আসবাবপত্র বুঝিয়ে দিতে ৩ দিনের আল্টিমেটাম
- ২ জুলাই যোদ্ধাদের ‘চরমপন্থি’ বলায় ভারতের জবাবদিহি দাবি
- ৩ আবেদন ২ লাখ ৩৩ হাজার, আসনপ্রতি লড়বেন ৬৫ শিক্ষার্থী
- ৪ ছিন্নমূলদের শীতবস্ত্র দিয়ে ধানের শীষে ভোট চাইলেন ছাত্রদল নেতারা
- ৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন