শাবিতে ১২ দিনব্যাপি বইমেলা শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ দিনব্যাপি বইমেলা রোববার থেকে শুরু হয়েছে। শেষ হবে আগামী ৩১ মার্চ। বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ এবং সাহিত্য বিষয়ক সংগঠন ‘সাস্ট সাহিত্য সংসদ’ যৌথভাবে এ বইমেলার আয়োজন করেছে।
আয়োজকরা জানান, দুপুর ১২ টায় বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সহকারী প্রক্টর আলমগীর কবির, সামিউল ইসলাম, সাস্ট সাহিত্য সংসদের সভাপতি রেজাউল ইসলাম এবং স্বপ্নোত্থানের সভাপতি শাকিব হোসাইন প্রমুখ।
উদ্বোধনের সময় উপাচার্য বলেন, জ্ঞান বিকাশের জন্য বইয়ের বিকল্প নেই। বই হলো জ্ঞানের প্রধান বাহন। তিনি সবাইকে বই পড়ার আহ্বান জানান।
এই বই মেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পের্টাল জাগোনিউজ২৪.কম এবং সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেটের নির্মাণ প্রতিষ্ঠান ‘মার্লিন বিল্ডার্স’।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। শুধু ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে মেলা শুরু হবে।
বইমেলাতে অংশ নেয়া উল্লেখযোগ্য প্রকাশনীগুলো হলো- অবসর, মাওলা ব্রাদার্স, পার্ল, রোদেলা, কাকলী, অনন্যা, সময়, তাম্রলিপি, নাগরী, ইত্যাদি, অন্বেষা, আগামী, আদর্শ, চৈতন্য, শুদ্ধস্বর, কথা প্রকাশ, বিদ্যা প্রকাশ।
আব্দুল্লাহ আল মনসুর/এসএস/এমএস